Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর ডোমার উপজেলায় একটি স্কুলের গাছ চুরির সময় ছাত্রদল নেতাকে আটক করেছে এলাকাবাসী। অভিযোগ রয়েছে, তিনি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ চুরির চেষ্টা করেন।
ঘটনাটি ঘটে রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। অভিযুক্ত আশরাফুল আলম আশরাফ উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকার সুযোগে গাছ কাটতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েন আশরাফুল। পাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা শাফিন ইসলাম অভিযোগ করেন, গাছ কাটার সময় আশরাফুলের সঙ্গে ছিলেন যুবলীগের পাঙ্গা মটকপুর ইউনিয়ন শাখার প্রচার সম্পাদক আব্দুল আজিজ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনজারুল ইসলাম এবং ছাত্রলীগ কর্মী শাফায়েত।
স্থানীয় বাসিন্দা আসাদুজ্জামান বলেন, “আওয়ামী লীগ নেতাদের নিয়ে স্কুলে এসে গাছ চুরি করতে যায় আশরাফুল। প্রধান শিক্ষক কিছু জানতেন না। আটক করলে সে দাবি করে, ‘আমি স্কুলের প্রেসিডেন্ট, কাউকে জবাবদিহি করতে বাধ্য না।’ এর আগেও সে গাছ চুরি করেছে বলে অভিযোগ রয়েছে।”
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক লিটন ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।
অভিযুক্ত আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, “স্কুলে নতুন গাছ লাগানোর পরিকল্পনার অংশ হিসেবে কিছু পুরোনো ও নষ্ট গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে অভিভাবক সমাবেশ রয়েছে, তাই স্কুল বন্ধ থাকায় কাজটি করতে এসেছি। এখানে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কেউ ছিল না, যারা ছিলেন তারা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা।”
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”