Paikgachha representative:
খুলনার পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার ২ জন এবং গ্রেফতারি পরোয়ানা থাকা ৪ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাইকগাছা থানা পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান.
গ্রেফতারকৃতরা হলেন—
- মো. বজলুর রহমান (৫৯): পাইকগাছা থানার নিয়মিত মামলা নম্বর-১৪, তারিখ: ২৯/০৮/২০২৪ এর আসামি।
- মো. হানিফ সানা (৩৬): মামলা নম্বর-১৩, তারিখ: ১৮/০৫/২০২৫ এর আসামি।
- বিপ্লব কুমার: সিআর মামলা নম্বর-১৫৬/২৩ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
- মো. মালেক মোড়ল: সিআর ১৫/১৮ এর আসামি।
- পেরা আলী: সিআর সাজা নম্বর-২৯০/১২ এর দণ্ডপ্রাপ্ত আসামি।
- মো. তরিকুল ইসলাম: সিআর মামলা নম্বর-৭৮৭/২৩ এর আসামি।
তদন্ত কর্মকর্তা মো. ইদ্রিসুর রহমান জানান, “আসামিদের গ্রেফতার করে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।