অংবাচিং মারমা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার সদর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ হাজার ২৯০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। এটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় Free সরবরাহ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন রুমা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চাকমা.
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, মেম্বার আবু বক্কর, মহিলা মেম্বার ক্রাসংউ মারমা, কল্যাণী মারমা, জননমনি ত্রিপুরা, মোঃ ময়ুর উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগী জনসাধারণ।
ওয়ার্ডভিত্তিক উপকারভোগীদের সংখ্যা:
- ১ নং ওয়ার্ড – ৪৫০ জন
- ২ নং ওয়ার্ড – ৪৫০ জন
- ৩ নং ওয়ার্ড – ৩২০ জন
- ৪ নং ওয়ার্ড – ৩২০ জন
- ৫ নং ওয়ার্ড – ৪৫০ জন
- ৬ নং ওয়ার্ড – ৩২০ জন
- ৭ নং ওয়ার্ড – ৩৫০ জন
- ৮ নং ওয়ার্ড – ৩২০ জন
- ৯ নং ওয়ার্ড – ৩১০ জন
সর্বমোট ৩,২৯০ জন সুবিধাভোগী পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা বলেন, “এই সহায়তা ঈদ উপলক্ষে অসহায় মানুষদের মুখে হাসি ফোটাবে, যা সরকারের মানবিক উদ্যোগের বাস্তব প্রতিফলন।”