অমৃত জ্যোতি(মধ্যনগর)সুনামগঞ্জ;
সুনামগঞ্জের মধ্যনগরে জাতীয় শ্রমিক দিবস পহেলা’মে-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১লা’মে বৃহস্পতিবার এগারোটার সময় উপজেলার প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি সাড়া বাজার প্রদক্ষীণ করে।এবং কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় শ্রমিক দিবসের কর্মসূচিতে অংশনেন মধ্যনগর বাজার শ্রমিক সমবায় সমিতির সদস্য,উপজেলা প্রশাসন,থানা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবস পালনে এইদিনে সকল শহীদ শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধার সহিত স্মরন করেন তার।এসময় বক্তব্যে অংশনেয়া নেতৃবৃন্দ বলেন মধ্যনগরে কর্মরত সকল শ্রমিকদের ন্যায্য মজুরি,৮ঘন্টার বেশী কাজ করালে উপযুক্ত অভার টাইম মজুরি ও উপযুক্ত পরিমাপে পণ্যবহন,শ্রমিকদের বিশ্রামাগার সহ নিদৃষ্ট কর্যালয়ের করে দেয়ার দাবী জানান শ্রমিকগণ।বর্ণাঢ্য শোভাযাত্রায় বক্তব্যসহ অংশনেয়াদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়,বীরমুক্তি যোদ্ধা ইউনূস মিয়া,অফিসার ইনচার্জ মোঃস্বজীব রহমান,মধ্যনগর বাজার শ্রমিক সমবায় সমিতির পক্ষে মোঃকামাল হোসেন,বিএনপির আহ্বায়ক আবে হায়াত,যুগ্ম-আহ্বায়ক মমিনূল হক বেনু,মোঃআবুল বাসার প্রমুখ।