Sadarpur (Faridpur) Representative:
ফরিদপুরের সদরপুরে ভাতিজি কে ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা কে আটক করেছে সদরপুর থানা পুলিশ।
রবিবার (২৩মার্চ) বিকেল ৪ টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জাকের শিকদার ডাংগীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের অভিযোগ সুত্রে জানা যায়,৭ বছর বয়সী মেয়েটি দাদা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পাষন্ড চাচা ফারুক শিকদার(৪৫) পথিমধ্যে একটি রসুন ক্ষেতে নিয়ে তাকে ধর্ষন চেস্টা করে বলে পরিবারের দাবী৷
এ ঘটনায় রবিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে যৌনহয়রানী ও ধর্ষন চেস্টার অভিযোগে ফারক শিকদার কে আসামী করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রাতেই সদরপুর থানা পুলিশ আসামীকে আটক করেন।
আটককৃত ফারুক শিকদার জাকের শিকদার ডাংগী গ্রামের রাজ্জাক শিকদারের পুত্র।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশিন্ত করে বলেন, আসামীকে রাতেই আটক করা হয়েছে, এবং আজ সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং মেয়েটির জবানবন্দী রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মোঃ ছোবাহান
Sadarpur, Faridpur