Satkhira Correspondent:
চলতি বছরের প্রথম তিনমাসে সাতক্ষীরায় ৮টি হত্যাসহ ৪৫ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।এরমধ্যে জানুয়ারি মাসে ১৮ জন,ফেব্রুয়ারি মাসে ১৩ জন এবং চলতি মার্চ মাসের ২২ তারিখ পর্যন্ত ১৪ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সূত্রমতে,চলতি সালের জানুয়ারি মাসে ১৮ জনের অস্বাভাবিক মৃত্যু হয়। এরমধ্যে হত্যা হয়েছেন ৪ জন,
সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন ৯ জন, পানিতে ডুবে মারা গেছে ২ জন, ছাদ থেকে পড়ে মারা গেছে ১ জন, গাছ থেকে পড়ে ১ জন এবং বিদ্যুৎস্পৃষ্টে ১জন। এ মাসে পুলিশ অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে।ফেব্রুয়ারি মাসে মোট ১৩ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। হত্যার শিকার হয়েছেন ২ জন,সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন,আত্মহত্যা করেছেন ৩ জন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২জন, পানিতে ডুবে মারা গেছে ১জন,বিষাক্ত মদ পানে মৃত্যু ১জন এবং ১ জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি মার্চ মাসের ২২ তারিখ পর্যন্ত ১৪ জনের অস্বাভাবিক মৃত্যৃ হয়েছে।এর মধ্যে হত্যার ঘটনা ঘটেছে ২টি। এছাড়া সড়ক দুর্ঘনায় ৩জন, পিলার ও দেওয়াল চাপায় ২ জনের মৃত্যু হয়েছে।পানিতে ডুবে ২জন ও বিদ্যুৎ স্পৃষ্টে ১জনের মৃত্যু হয়েছে। এ সময়ে পুলিশ ২টি মরদেহ উদ্ধার করে। এছাড়া বখাটের খপ্পরে পড়ে একজন স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
এছাড়া ধর্ষণ,নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ,পাচার,চুরি,ডাকাতি, ছিনতাই,মব ভায়োলেন্স,জবরদখলসহ মানবাধিকার লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ঘটেছে।
উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় সাতক্ষীরায় জেলা পযার্য়ের এ্যাডভোকেসি সভায় এ তথ্য উপস্থাপন করা হয়।
সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদ।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ নাছির উদ্দীন ফরাজী। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর কেন্দ্রীয় সমন্বয়ক টিপু সুলতান, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,মানবাধিকার কর্মী মাধব দত্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর মোজ্জাম্মেল হক,জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল,দুদক আইনজীবী মোস্তফা আসাদুজ্জামান দিলু,অধ্যক্ষ আশেক ই এলাহী,নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি,জ্যোৎস্না দত্ত, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামাল,আলী নূর খান বাবুল, ওসিসি কর্মকর্তা আব্দুল হাই,সাংবাদিক এস এম শহীদুল ইসলাম, এস এম বিপ্লব হোসেন,উন্নয়ন কর্মী শ্যামল দত্ত,লুইস রানা গাইন,মানবাধিকার কর্মী আবুল কালাম,আব্দুস সামাদ,শেখ আবুল কালাম, সালাউদ্দিন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন।
SM Habibul Hasan