সউদ আব্দুল্লাহ
কালাই উপজেলা প্রতিনিধিঃ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালাই আন নাজাত ফাউন্ডেশন-এর উদ্যোগে শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা কালাই পৌর সদরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পরিণত হয়।
এই কর্মসূচিতে বিভিন্ন ইসলামী সংগঠন, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, শিক্ষার্থী, ব্যবসায়ী ও হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কালাই আহলে হাদিস মসজিদের ইমাম ও হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজা।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ ও অধ্যক্ষ আব্দুল করিম।
সমাবেশে বক্তব্য রাখেন-পুর এমইউ ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মুফতী মোঃ সাহেব আলী, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুর ইসলাম ফিতা, জামায়াতের উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন,উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মামুনুর রশীদ, পাঁচশিরা জামে মসজিদের ইমাম মাওলানা আইয়ুব আলী আনসারী, বায়তুন নূর জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম,হারুঞ্জা মাজার মসজিদের ইমাম আশরাফুল ইসলাম জিহাদী,কাজীপাড়া মসজিদের ইমাম ইমামুল হক,খানকা শরীফের ইমাম মাওলানা জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আব্দুল আলীম,অধ্যক্ষ শাহজাহান আলী,সুপার মতিয়র রহমান।
সমাবেশের সভাপতি মাওলানা সেলিম রেজা বলেন,” ইসরায়েলের বোমার আঘাতে প্রতিদিন গাজার নিরীহ মুসলমানদের রক্ত ঝরছে। ছোট ছোট শিশুদের হত্যা করা হচ্ছে, মসজিদ ও হাসপাতাল ধ্বংস করা হচ্ছে। অথচ বিশ্ব সম্প্রদায় চুপ করে বসে আছে! আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং মুসলিম উম্মাহকে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানাই।”
প্রধান বক্তা মুফতী মোঃ সাহেব আলী বলেন, “আজ আমরা সবাই যদি চুপ থাকি, তাহলে একদিন আমাদের ঘরেও এই আগ্রাসন নেমে আসবে। বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নয়তো পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলবে।”
অধ্যক্ষ তাইফুর ইসলাম ফিতা বলেন,”মানবাধিকারের কথা বলে যারা বিশ্বে শান্তির কথা প্রচার করে, আজ তাদের মুখে তালা লাগানো হয়েছে। আমরা কি শুধু দেখেই যাব? না, আমরা প্রতিরোধ গড়ে তুলব, অন্তত আমাদের কণ্ঠস্বর তো তুলতে পারি!”
জামায়াতের উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোজাফফর হোসেন বলেন,”গাজার জনগণ আমাদের ভাই-বোন। তাদের হত্যা মানে আমাদের হৃদয়ে আঘাত। আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে ইসরায়েলের এই জঘন্য অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ জানাই!”
বিক্ষোভ মিছিলে হাজারো মানুষ অংশ নেয়।মিছিলটি কালাইয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা “গাজায় গণহত্যা বন্ধ করো, “ইসরায়েলি আগ্রাসন চলবে না” ফিলিস্তিনের স্বাধীনতা চাই”এমন তীব্র প্রতিবাদী শ্লোগানে মুখরিত করে তোলে কালাইয়ের রাজপথ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান,যেন এই মানবতাবিরোধী হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।