Md. Sayedur Rahman, Staff Reporter
মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশু ধর্ষনের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম আমান উল্লাহ।
জানা যায়, গত ৭ মার্চ সন্ধ্যায় টাঙ্গাইল থেকে শিশুটি তার পরিবারের সঙ্গে মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠানে এসে ঐ কিশোরদ্বারা ধর্ষনের শিকার হন শিশু কন্যা। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মা বিষয়টি টের পেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
শিশুটির পরিবার জানিয়েছেন, শিশুটির শারীরিক বিষয়ে উদ্বিগ্ন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার চান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়ায় ১৪ বছরে কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে সদর থানা হেফাজতে আছে।