Barisal Correspondent:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাকেরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬/৩/২০২৫ ইং শুক্রবার ( ৬ রমজান) পৌরসভার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির আল বাকেরের সভাপতিত্বে এবং সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক ফিরোজ আলম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশনের বরিশাল জেলা শাখার সহ – ও বাকেরগঞ্জ উপজেলা শাখা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, বাকেরগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমীর রেদোয়ান উল্লাহ শাহেদী।
উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল হাদী, উপজেলা ছাত্র শিবির সভাপতি মেহেদী হাসান, যুব জামায়াতে ইসলামীর উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক বিএম শহিদুল ইসলাম রেজাউল। এছাড়া জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও ৫ নং ওয়ার্ডের কর্মী, সমর্থক, সুধী। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুর রহিম। ইফতার অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর আমির মাওলানা রেদওয়ান উল্লাহ শাহিদী। দোয়া শেষে সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।