Naogaon Correspondent:
নওগাঁর নিয়ামতপুরে আগুনে পুড়ে একটি দোকান ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাত একটার দিকে উপজেলা চন্দননগর ইউনিয়ন ছাতড়া বাজারের আলু পট্টিতে একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
জানা যায়, দোকান কাঁচা মালামালের হওয়ায় আগুন ধির গতিতে ছড়িয়ে পড়ে এতে অন্য অন্য দোকান রক্ষা পায় । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পুড়ে যাওয়া দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা এবং প্রায় ১০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ব্যবসায়ী মকুল হোসেন বলেন, রাতের অন্ধকারে কে বা কারা শত্রুতামূলক এ আগুন লাগিয়েছে। আমি গরিব মানুষ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম,এখন পথে বসতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, আগুনে ক্ষতিগ্রস্হ দোকানীর সহযোগিতার চেষ্টা করা হবে।
Sirajul Islam