Shah Alam Jahangir
Comilla Correspondent
পবিত্রোর মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন।
বুধবার (৫ মার্চ) দুপুরে মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুর রহমান।
অভিযান পরিচালনায় সময় গরুর গোস্ত ও গ্রোসারি পণ্যের দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় ও যথাযথভাবে প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করে তা আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
রমজান মাসে ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয়মূল্য সঠিক ও সহনীয় রাখা, অবৈধভাবে পণ্য মজুদ না রাখা এবং ভেজাল পণ্য বিক্রি না করার জন্য বাজারের ব্যবসায়িদের নির্দেশ প্রদান করা হয়।
এছাড়া মুরাদনগর সদর বাজার ও কোম্পানীগঞ্জ বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আনসার সদস্য মোতায়েন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমান বলেন ভোক্তা অধিকার সংরক্ষণে এবং জনস্বার্থে মোবাইল কোর্টের মাধ্যমে এ ধরনের অভিযান তদারকি অব্যাহত থাকবে।