Mr. Mizanur Rahman Badal, Manikganj:
মানিকগঞ্জের সিংগাইরে অঞ্জনা আক্তার জয়া (১৮) নামের এক যুবতীর অমতে বিয়ে ঠিক করায় অভিমানে গলায ওড়না পেচিয়ে আত্মহত্যা।
ঘটনাটি ঘটেছে, সোমবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর গোলাইডাঙ্গা এলাকায়। নিহত অঞ্জনা আক্তার জয়া ওই এলাকার উজ্জ্বল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানান, উপজেলার বলধারা ইউনিয়নের উত্তর গোলাইডাংগা গ্রামের উজ্জ্বলের মেয়ে অঞ্জনার পারিবার ৫ মার্চ বিয়ে ঠিক করেন। বিয়েতে রাজী না থাকায় পরিবারের সাথে অভিমান করে ও রহস্যজনক কারনে নিজ বাড়ির শ্বয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানাপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ও থানার তদন্ত ওসি স্বপন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার নবাগত ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।