সুনামগঞ্জ প্রতিনিধি;
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের পাকনার হাওরে বজ্রপাতে মানিক
মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ মানিক মিয়া(৩৫)।
উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর প্রায় দেড়টার দিকে উপজেলার পাকনার হাওরে ধান কাটার সময়
বজ্রপাতের শিকার হয়ে এই কৃষক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে
গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার বিষয়টি
নিশ্চিত করে জানান, পাকনার হাওরে পাকা ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতে এই কৃষক
ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান,এখন এই মৌসুমটাকে বজ্রপাতের সম্ভাবনা বেশী
থাকে। কাজেই কৃষকরা যখন আকাশ মেঘাচ্ছন্ন দেখবেন তারা নিশ্চয়ই নিরাপদ আশ্রয়ে
আশপাশে কোথাও অবস্থান নিবেন।
Kulendu Shekhar Das
Sunamganj Correspondent