দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকীতে রিকশাচালক সোবহান (৪০) বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘদিন ধরে পেটে অসহ্য ব্যথা এবং অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে ক্লোন ক্যান্সার ধরা পড়েছে। এছাড়াও রয়েছে প্রস্রাবের রাস্তায় পাথরসহ নানা জটিলতা। সরেজমিনে রবিবার(৪ মে) সাকাল ১০ টায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে রিকশা চালক সোবাহান ও মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করা আকলিমার বাসায় মিলে এ করুন দৃশ্য। সোবহান ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালিয়ে যা আয় হতো, তাই দিয়েই চলত চার সদস্যের সংসার। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এক দফা অপারেশনও সম্পন্ন হয়। তবে পুরোপুরি সুস্থ হতে হলে আরও উন্নত চিকিৎসা ও একাধিক অপারেশন প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। স্ত্রী আকলিমা বেগম মানুষের বাসায় ঝিয়ের কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন। কিন্তু স্বামীর চিকিৎসার খরচ বহন করা তার পক্ষে অসম্ভব। ঔষধ কেনার টাকাও অনেক সময় জোটে না বলে জানান তিনি।
তাদের বড় সন্তান আল আমিন জোমাদ্দার স্থানীয় হাফিজি মাদ্রাসায় পড়ছে এবং ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌসের বয়স মাত্র ছয় বছর। বাবার অসুস্থতা, ঘরে খাবারের অভাব আর অনিশ্চিত ভবিষ্যৎ—এই অবস্থায় তারা দিন কাটাচ্ছে চরম মানবেতর পরিস্থিতিতে।
সোবহানের চিকিৎসায় প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা ব্যায় হলেও আরও দুই থেকে আড়াই লাখ টাকার প্রয়োজন। আকলিমা বেগম সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। সহযোগিতা পাঠানোর ঠিকানা: মোবাইল: 01744-251-528(বিকাশ ও নগদ)।