Sylhet Bureau:
সিলেটে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির দায়ে জিন্দাবাজেরর আল-মারজান টাওয়ার থেকে জয় (১৭) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
আটক জয় জিন্দাবাজরের কাজী ইলিয়াস এলাকায় সানফ্লাওয়ার সেলুনে কাজ করেন। তিনি আল-মারজান টাওয়ারে ৫ ম তলায় রুম ভাড়া করে থাকেন। তার বাড়ি ব্রাম্মনবাড়িয়া বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (৪ মে) দিবাগত রাত পৌনে ২ টার সময়। স্হানীয় সুত্রে জানা যায়, জয় তার সেলুনে বন্ধুদের সাথে মুহাম্মদ (সা.)-কে নিয়ে খারাপ মন্তব্য করে। এ সময় সেখানে উপস্হিত এক যুবক তার কাছে প্রমান চাইলে জয় বলে প্রমান আছে। এক পর্যায়ে জয় এবং উপস্হিত যুবকের মধ্যে হাতাহাতি হয়। জয় এসময় চুল কাটার কাচি নিয়ে ঐ যুবককে আঘাত করতে গেলে সেলুনের অন্যান্য কর্মচারী তাকে আটকায়।
ঘটনার খবর পেয়ে সেলুন মালিক জয়কে দোকান থেকে বের করে দেন। এ ঘটনা জানাজানি হলে সেলুনে যান স্হানীয় জনতা। সেলুন মালিক জানান, জয়ের এমন কার্যকলাপের জন্য তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়েছে। পরবর্তীতে স্হানীয় জনতা তার খোজ নিয়ে জানতে পারেন তিনি জিন্দাবাজরের আল মারজান টাওয়ারের মেসে ভাড়া থাকেন। পরে সেখান থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় জয়ের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়। তাকে পুলিশ কোতয়ালী থানায় নিয়ে গেলে সেখানেও উপস্হিত হন শতাধিক জনতা। এসম সেনাবাহিনীর একটি টিম কোতয়ালী থানার সামনে পৌছে। উপস্হিত জনতা জানায় জয়ের মোবাইলে ইসলাম ও মহানবী বিরোধী অনেক তথ্য পাওয়া গেছে। জয়ের সাথে ইসকনের সম্পর্ক রয়েছে এবং সে ইসকনের সদস্য বলেও তারা জানান।
এ বিষয়ে জানতে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হকের সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেন নি তাই তার কেন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।