সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পিরোজপুর সরকারি মহিলা কলেজে চার বছর মেয়াদি বিবিএ প্রোগ্রামের অনুমোদন পাওয়ায় আনন্দ র্যালি করেছে কলেজের师িক্ষক ও শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে ফিরে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক নিখিল চন্দ্র হালদার এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা র্যালিতে অংশগ্রহণ করেন।
অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম জানান, ২০২৫ ব্যাচ থেকে বাংলা মাধ্যমে পরিচালিত বিবিএ প্রোগ্রামে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এটি কলেজের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।