Monir Hossain, Benapole Correspondent:
যশোরের বেনাপোলে পারিবারিক অভিমান থেকে মিথিলা (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মিথিলা বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত মনিরুল শেখের মেয়ে। বর্তমানে সে তার মা ও বোনের সঙ্গে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে শফি নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার জেরে মায়ের সঙ্গে অভিমান করে নিজ ঘরে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় মিথিলা। ঘটনাটি টের পেয়ে তার বোন ও স্থানীয়রা দ্রুত মায়ের সহায়তায় ওড়না কেটে তাকে নিচে নামান এবং দ্রুত বেনাপোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মিথিলাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।