মো:সোহেল রানা,ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার সুপ্রীয় জুটমিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৪ মে) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
জানা গেছে, মিলের জেনারেটর কক্ষে প্রথম আগুন দেখা যায়। কক্ষটিতে তেলের ড্রামসহ নানা মেকানিক্যাল যন্ত্রাংশ ছিল। ঠিক পাশেই ছিল বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্যের গোডাউন। এখন পর্যন্ত আগুন জেনারেটর কক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকলেও নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পুরো মিল জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
আগুনের প্রচণ্ড ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে ধোঁয়ার মধ্যে কাজ করতে দেখা গেছে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাহিদুল ইসলাম জানান, “আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ধোঁয়া নিয়ন্ত্রণের মাধ্যমে আগুন প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এনেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে ও কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর জানা যাবে।”
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টা দুইয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।