মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার,
নীলফামারীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র ও জনতার স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে তিনশত গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১/ জুলাই) সকালে নীলফামারী প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে এ ধরনের সবুজায়ন কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম।
এসময় প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সাধারণ সম্পাদক সুভাষ বিশ্বাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেখানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রেসক্লাব প্রাঙ্গণে এবং আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়কে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।