ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে কারারক্ষি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রার্থীরা অনিয়মের বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবরে ডাকযোগে লিখিত অভিযোগে দায়ের করেছেন। অভিযোগের অনুলিপি ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমমানের কাছে হাতে হাতে জমা দেন নিয়োগ প্রার্থী বিক্ষুব্দরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা কারাগারের প্রধান ফটকে এনিয়ে উত্তেজনা বিরাজ করে। পরে বিক্ষুব্দরা এঅভিযোগ দায়ের করে। এতে তারা বিভিন্ন অনিয়মের বিষয়টি উল্লেখ করে নিয়োগ বাতিলের দাবী জানান।
অভিযোগে তারা উল্লেখ করেন, কারারক্ষী পদে পরিক্ষার জন্য বরিশাল বিভাগের ঝালকাঠিতে পরিক্ষায় অংশগ্রহণকারীদের সাথে অনিয়ম ও দূর্নীতির আচরণ করা হয়। পরীক্ষার্থীদের সাথে অশালীন, রূঢ় ও খারাপ আচরণ করা হয়। প্রধান ফটকে কোন ধরনের শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে কর্তৃপক্ষ। বরিশাল বিভাগের ৬টি জেলার আবেদনকারী পরীক্ষায় অংশ নেয়ার জন্য উপস্থিত হয়। নিয়মানুযায়ী ৫ফুট ৬ইঞ্চি নেয়ার কথা থাকলেও সেখানে স্বজনপ্রীতি করেছে নিয়োগকারী কর্তৃপক্ষ। ঝালকাঠির বাইরে অন্য জেলা থেকে আগন্তুক পরীক্ষার্থীদের মাপ সঠিক হলেও তাকে অযোগ্য আখ্যা দিয়ে সাইট করে রাখা হয়। উচ্চতা এবং বুকের মাপসহ সঠিক থাকলেও বৈষম্যমূলক আচরণ করে জেল কর্তৃপক্ষ। এর প্রতিবাদ করলে সার্টিফিকেট ছিড়ে ফেলে, শারিরীক হয়রানি এবং নির্যাতন করা হয়। তদন্ত সাপেক্ষে নিয়োগ বাতিল এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মাহফুজুর রহমান (পটুয়াখালী), মোঃ শাওন (ভোলা), ফাহিম (বরগুনা), মোঃ আবির কাজী (পিরোজপুর),, মোঃ ছাব্বির (বরিশাল), রাহাত (ঝালকাঠি)।
ঝালকাঠির কারাধ্যক্ষ লিপি রানি সাহার সরকারী নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।
এব্যাপারে ঝালকাঠি কারাগারের তত্বাবধায়ক আব্দুল্লাহ ইবনে তোফাজ্জেল হোসেন খান জানান, আমি বাসায়। নিয়োগ কমিটির সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। এবিষয়ে আমি কোন কথা বলতে পারবো না। তারকাছে নিয়োগ কমিটির নম্বর চাইলেও তিনি অসহযোগিতা করেন।
S. M. Parvez