Representative of Bidhan Mandal (Faridpur):
ফরিদপুরের সালথার মোন্তার মোড় বাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রায়২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সোনাপুর ইউনিয়নের মোন্তার মোড় বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ফার্নিচারের দোকানদার বাবু মোল্যা, গ্রীলের দোকানদার বক্কার শেখ ও লেপতোষক এর দোকানদার হাবিব মুন্সী জানান, এই অগ্নিকান্ডে তাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে গ্রীলের দোকানদার বক্কার শেখের ক্ষতি বেশি হয়েছে। দোকানের নামে তার ১০ লাখ টাকার লোন করা আছে। এছাড়াও পাশে একটি ফুসকা ও হালিমের দোকানের অর্ধেক পুড়ে যায়।
তারা আরও জানান, ফায়ার সার্ভিস না আসলে বাজারে অন্যান্য দোকানও পুড়ে যেতো।
সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত মোন্তার মোড় বাজারে এসে আগুন নিয়ন্ত্রনের জন্য আমরা দুটি ইউনিট কাজ করেছি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়৷ ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানতে পারবো।