Md. Nur Alam Gopalpur (Tangail) Correspondent
টাঙ্গাইলের গোপালপুরে বাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে আড়াই বছরের শিশু রবিউল ইসলামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলমনগর ইউনিয়নের বীরনলহরা গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের দমকল বাহিনীর সদস্য জাকির হোসেনের ছোট ছেলে।
জানা যায়, শিশুটিকে একটি রুটি খেতে দিয়ে তার মা মুন্নী রান্নার জন্য মুরগি কাটতে যায়। এমন সময় সে রুটি খেতে খেতে একাই বাড়ীর পাশের ডোবার কাছে গিয়ে নিখোঁজ হয়। দুপুরবেলা শিশুটির চাচা রুবেল ডোবার পাশে শিশুটির ব্যবহৃত সেন্ডেল দেখতে পেয়ে খুঁজতে থাকে। পরে ওই ডোবার পানিতে তার লাশ পাওয়া যায়। শেষে বাড়ীর লোকজন ডোবা থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।