মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীতে “জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং” শীর্ষক প্রকল্পের আওতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে নীলফামারী ডেমক্রেসিওয়াচ এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সভায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ডেমক্রেসিওয়াচ-এর মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর মাহামুদ হাসান তালুকদার।
তিনি জানান, জিএফএ কনসাল্টিং গ্রুপের কারিগরি সহায়তায়, কানাডিয়ান হাইকমিশন এবং সুইস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বর্তমানে নীলফামারী জেলায় বাস্তবায়িত হচ্ছে।এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে জেন্ডার সমতা ও বৈষম্য নিরসনে সচেতনতা বৃদ্ধি করা হবে ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান ও নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
প্রকল্পের জেলা সমন্বয়কারী মুজিবার রহমান জানান, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিই প্রকল্পের মূল লক্ষ্য।
সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নারী প্রতিনিধি, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।