মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন পরিষদের ৮ জন ইউপি সদস্য। ১২ মে সোমবার তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের কাছে লিখিতভাবে অনিয়ম, গাফিলতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব দাখিল করেন।
অনাস্থা প্রস্তাবনায় উল্লেখ করা হয়, চলতি মাসের মাসিক বিশেষ জরুরি সভায় ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলী উসমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৮ জন ইউপি সদস্য (তিনজন সংরক্ষিত নারী সদস্য এবং পাঁচজন সাধারণ সদস্য) এই প্রস্তাবে স্বাক্ষর করেন। তারা অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে আব্দুস সাত্তার নিয়মিত অফিসে অনুপস্থিত, বিভিন্ন প্রকল্পে গাফিলতি ও দুর্নীতিতে জড়িত রয়েছেন। ইউপি সদস্যদের অভিযোগ, তিনি কারও মতামতকে গুরুত্ব দেন না এবং একক সিদ্ধান্তে পরিষদের কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আব্দুস সাত্তারকে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে পরিষদের প্যানেল চেয়ারম্যান (১) করা হয় এবং ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাবিবুর রহমান তালুকদারকে প্যানেল চেয়ারম্যান (২) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অনাস্থা দাতারা দাবি করেছেন, প্যানেল চেয়ারম্যান পদ থেকে আব্দুস সাত্তারকে অপসারণ করে হাবিবুর রহমান তালুকদারকে দায়িত্ব প্রদান করা হোক। অনাস্থা প্রদানকারী ইউপি সদস্যরা হলেন: কাকলী রাণী তালুকদার, মোছা. জেসমিন আক্তার, মোছা. রোকেয়া আক্তার, মো. হাবিবুর রহমান তালুকদার, সনেট তালুকদার, সুমন চন্দ্র বর্মণ, সুশীল চন্দ্র বিশ্বাস ও আলী উসমান।
আবেদনকারীদের অভিযোগ ভিত্তিহীন দাবি করে প্রতিক্রিয়ায় আব্দুস সাত্তার বলেন, “কয়েকজন আওয়ামী লীগের দোসর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অনাস্থা দিয়েছে। আমাকে কিছুই জানানো হয়নি।”
এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় জানান, “মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৮ জন ইউপি সদস্য অনাস্থা দিয়েছেন। বিষয়টি তদন্তসাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”