সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে গ্রামবাসীর সাহসী প্রতিরোধে ব্যর্থ হয়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে একদল ডাকাত। শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিক ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রামবাসীরা জানান, শনিবার সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। এই সুযোগে ভরিপাশা জামে মসজিদের ইমাম ও একই গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাইয়ের (৭৫) বাড়িতে হানা দেয় অস্ত্রধারী ডাকাতদল। তারা তাকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় তার ডাকচিৎকার শুনে বাড়ির অন্য একজন মোবাইলে আশপাশে খবর ছড়িয়ে দেয়।
খবর পেয়ে স্থানীয়রা দলে দলে ছুটে এলে ডাকাতদল একাধিক মোটরসাইকেলে পালিয়ে যায়। এ সময় তারা একটি নম্বরবিহীন নীল রঙের প্লাটিনা মোটরসাইকেল ফেলে রেখে যায়।
তবে গ্রামবাসীর উপস্থিতির কারণে ডাকাতরা কোনো মালামাল লুট করতে পারেনি। ঘটনার সময় মাওলানা আব্দুল হাই নিজ ঘরে একা ছিলেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”