Paikgachha representative:
খুলনার পাইকগাছায় থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনা করেন পাইকগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোহাম্মদ জাহাঙ্গির গাজী (৫৪), পিতা মৃত মোজাম্মেল ওরফে মোজাহার গাজী, সোনাডাঙ্গা ফেরিঘাট মোড়, গগন বাবু রোড, খুলনা।
২. ভবেন্দ্র দফাদার, পিতা—নেপাল দফাদার, গ্রাম—আন্দারমানিক, পাইকগাছা।
৩. মোহাম্মদ আজহারুল ইসলাম, পিতা—আব্দুল সরকার, গ্রাম—পাতড়াবুনিয়া, পাইকগাছা; লতা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য।
৪. বাবু দাস, পিতা—অতুল দাস, গ্রাম—সরল, পাইকগাছা।
পাইকগাছা থানা সূত্রে জানা গেছে, এদের মধ্যে কেউ কেউ নিয়মিত মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত।
গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তা মো. ইদ্রিসুর রহমান।