সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আর.পি.এফ রশনি পলি ফাইবার কোম্পানি লিমিটেড-এর বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনপদ। ধোঁয়া, বর্জ্য ও দূষিত পানি নির্গমনের মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতির প্রতিবাদে সোমবার (১৯ মে) সকাল থেকে রাজপাড়া এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত নীতিমালা না মেনে উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কারখানার বিষাক্ত বর্জ্য ও কেমিকেলযুক্ত পানি সরাসরি সরকারি ছড়ায় ফেলা হচ্ছে, ফলে আশপাশের এলাকাগুলোতে শ্বাসকষ্ট, হাঁপানি, চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যা বাড়ছে। গবাদিপশু, হাওরের মাছ ও কৃষিজমিও দূষণের শিকার হচ্ছে।
এক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা বলেন,
“আমরা যে হাওরের পানি খাই, সেই পানিতেই এখন দূষণ। গরু-ছাগল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। ধোঁয়ার কারণে রাতে ঘুমানো যায় না।”
বিক্ষোভকারীরা ৩০ মে’র মধ্যে সমস্যার সমাধান না হলে বৃহত্তর কর্মসূচির হুমকি দেন এবং পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
উল্লেখ্য, এই কারখানার বিরুদ্ধে এর আগেও শব্দদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। তবে এবার পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি আরও সরবভাবে সামনে এসেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন Said,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহিদুল ইসলাম Said,
“আমাদের কাছে পূর্ববর্তী পরিবেশগত রিপোর্ট সন্তোষজনক। কারখানাটি প্লাস্টিক বোতল থেকে তুলা উৎপাদন করে এবং কোনো বিষাক্ত কেমিকেল ব্যবহার করে না। তবে নতুন অভিযোগ অনুযায়ী তদন্ত করা হবে।”