Kapasia (Gazipur) Representative: SM Masud
গাজীপুরের কাপাসিয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মহম্মদ আবদুল বারিক পিপিএম যোগদান করেছেন। ১৯৯৬ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। মহম্মদ আবদুল বারিক সাবেক ওসি মোঃ কামাল হোসেন এর স্থলাভিষিক্ত হয়ে (০৫/০৩/২০২৫ ইং) বুধবার বিকালে কাপাসিয়া থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি মাদারীপুরের ডাসা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আবদুল বারিক জামালপুর জেলার কৃতি সন্তান। তিনি টাংগাইল করোটিয়া ছাতক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নবাগত ওসি মহম্মদ আবদুল বারিক কাপাসিয়া থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।