Pirojpur Correspondent:
পিরোজপুরের সদর উপজেলায় গত তিনদিনে পাঁচটি গরু চুরি হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০৪ মার্চ) সকালে সদর থানার ওসি আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। গত শুক্রবার, শনিবার ও রবিবার রাতে সদর উপজেলার খানাকুনিয়ারী ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ সাগর হাওলাদারের তিনটি, মোঃ জাহাঙ্গীর হাওলাদারের একটি ও মোঃ আল-আমিন হোসেনের একটি, মোট পাঁচটি গরু চুরির হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় রাতেই গরু চুরির ঘটনা ঘটে। এতে এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। বাধ্য হয়ে কেউ কেউ রাত জেগে পাহারা দিচ্ছেন। গত শুক্রবার গভীর রাত থেকে পৌরসভার সাগর হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদারের ও আল-আমিন হোসেনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে পাঁচটি ষাঁড় চুরি করে পিকাপ ট্রাকে নিয়ে যায়। এসব গরুর মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সাগর হাওলাদার নামে এক ভুক্তভোগী বলেন, এই গরু গুলোই আমার পরিবারের আয়ের প্রধান উৎস ছিল। গরু চুরি হওয়ায় এখন একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুস সোবহান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।