সাইফুল ইসলাম, উপকূলীয় প্রতিনিধি,দক্ষিণাঞ্চল :
পটুয়াখালী জেলাসহ দক্ষিণাঞ্চলে উপকূলীয় এলাকায় ডায়রিয়ার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষ করে চরাঞ্চলে ডায়রিয়া প্রকোপ বেশি। জেলার সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ। খোজ নিয়ে জানাগেছে জেলায় জানুয়ারি থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৫ হাজার ১১২ জন। হঠাৎ করে গরম পরে শীত এবং বৃষ্টি হওয়ার জলবায়ু পরিবর্তনে ডায়রিয়া প্রকোপ দেখা যায়
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৭২ জন রোগী। এর মধ্যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, গলাচিপায় ১৭ জন, বাউফলে ১৫ জন, মির্জাগঞ্জে ৮ জন, দশমিনায় ৭ জন, কলাপাড়ায় ৩ জন এবং দুমকিতে ৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তবে হাসপাতালের পরিসংখ্যান ছাড়াও আরও অনেকে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। শুধু গত এক সপ্তাহেই জেলায় ৪৫৩ জন রোগী চিকিৎসা নিয়েছেন, আর গত এক মাসে এই সংখ্যা ছিল ১ হাজার ৫৯৮ জন।
খোজ নিয়ে জানাগেছে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ডায়রিয়া ওয়ার্ডের ২১টি বেডে চিকিৎসা নিচ্ছেন ৭১ জন রোগী। বেডের সংকটে বারান্দা, চলাচলের পথ এমনকি টয়লেটের সামনেও বিছানা দেওয়া হয়েছে। অনেক জায়গায় এক বেডে দুই থেকে তিনজন রোগীকে শুয়ে থাকতে দেখা গেছে। চিকিৎসকরা জানান, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় না থাকায় রোগীদের সুস্থ হতে সময় বেশি লাগছে।