হাবিবুর রহমান, (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় দারুল ইক্বরা ইসলামি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে হিফজুল কুরআন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজার সভাপতিত্বে ও ওয়ার্ড জামায়াতের সহসম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা জামিল বিন আব্দুর রহমান, দারুল ইসলাম একাডেমির পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, বামনডাংগা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব ক্বারী বায়েজিদ হোসাইন বিপ্লবী, পীরগাছা উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ আবু সুফিয়ান, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল ওয়াহেদ, পীরগাছা আলোর কাফেলার সভাপতি মোস্তাফিজার রহমান রিপন, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন, হিফজুল কুরআন প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির সভাপতি ফজলু মিয়া, দারুল ইক্বরা ইসলামি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হোসাইন আল হাবিব নাজমুল ও সাধারণ সম্পাদক ক্বারী ওমর ফারুক, সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি সহ আরও অনেকে।
পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা আলোর কাফেলার’ অর্থায়নে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীকে একটি বাইসাইকেল উপহার তুলে দেওয়া হয়।