Barisal Correspondent
বাকেরগঞ্জর চরামদ্দি ইউনিয়নে এক আর্মি সৈনিকের বিরুদ্ধে মারধর, জীবন নাশের হুমকি ও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
হুমকি দাতা সৈনিক চরামদ্দি ইউনিয়নে চরামদ্দি গ্রামের আলী আহম্মেদ মৃধার ছেলে বশির আহমেদ সুমন মৃধা। তিনি আর্মিতে চাকরি করার সুবাদে আর্মির প্রভাব খাটিয়ে ও হুমকি দিয়ে একই গ্রামের মোতালেব মৃধার ছেলে হান্নান মৃধার উপরে একাধিক বার মারার হুমকি দেয় ও হামলা চালিয়ে ব্যার্থ হয়।
এরই জের ধরে ২২/৩/২০২৫ ইং শুক্রবার জুমার নামাজ শেষে সুমন মৃধার সাথে তার ভাই আমিনুল ইসলাম ফিরোজ ও আঃ রব মৃধার ছেলে জাহাঙ্গীর মৃধাকে নিয়ে মসজিদের সামনে সকল মুসলিমদের উপস্থিতিতে হান্নান মৃধা ও তার বড়ো ভাই লিটন মৃধাকে অকথ্য ভাষায় গালমন্দ করে। প্রতিবাদ করলে হান্নান ও লিটন মৃধাকে মারাজ জন্য তেরে আসে। উপস্থিত মুসল্লীদের হস্তক্ষেপে সুমন মৃধারা হান্নান মৃধা ও লিটন মৃধাকে মারতে পারেনি বলে জানা জায়।
ভুক্তভোগী হান্নান মৃধা জানায়, সুমন মৃধা বরিশাল ক্যান্টনমেন্টে চাকরি করার সুবাদে প্রায় সময় বাড়িতে আসে ও আমার সাথে ঝগড়া করে আমাকে মারার সুযোগ খুজে।
আমি বাড়িতে পুরুষ একা থাকি ও আমার ভাইরা চাকরির সুবাদে শহরে থাকে। গ্রামের সকল জায়গা জমি আমি দেখাশুনা করি। আমাদের জমি ও উৎপাদিত ফসল সুমন মৃধারা জোর পুর্বক নিতে চায়। আমি বাধা দেওয়াতেই আমাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসে। কিছু দিন আগে সুমন মৃধা ও তার ভাই ফিরোজ মৃধা আমাকে মারার উদ্দেশ্যে ধাওয়া দিলে আমি প্রাণপন চেষ্টায় দৌড়ে বাড়িতে আসি। সর্বশেষ শুক্তবারে আমাকে ও আমার বড়ো ভাইকে মারার চেষ্টা করে। সুমন এলাকায় একটা বাহিনী গড়ে তুলেছে। যেকোন সময় আমার উপরে বড়ো ধরনের হামলা চালাতে পারে। সুমন বাহিনীর ভয়তে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আর্মি প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আমার নিরাপত্তা কামনা করছি।
এ বিষয়ে সুমন মৃধার সাথে কথা হলে হামলার বিষয়ে স্বীকার করে বলেন, ওদের উপরে আমার রাগ আগে থেকেই। আমি মাইরকে পরোয়া করিনা। আমি ওদের দুই ভইকে মারতে চেয়েছিলাম। মুসল্লীদের কারনে পারিনি। তবে সুজুগ পেলে মারবো।