আবু ছিদ্দিক, আলীকদম উপজেলা প্রতিনিধি।
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার আয়োজনে গতকাল ২১মার্চ শুক্রবার জুমার নামাজের পর আলীকদম কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরোধী ভঙ্গ করে ইসরাইলের বর্বোরচিত হামলার প্রতিবাদে আলীকদম বাসি বিক্ষোভ মিছিল করে।

উক্ত মিছিলে নেতৃত্বে দান করেন বাংলাদেশের জামায়াতে ইসলামী বান্দরবান পার্বত্য জেলার আমীর ও কেন্দ্রীয় সূরা সদস্য জনাব এস এম আব্দুস সালাম আজাদ।মিছিলটি বাজার প্রদক্ষিণ করে আতাউল সদাগরের দোকানের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুস সালাম আজাদ বলেন ইসরাইল আন্তর্জাতিক আইন অমান্য করে যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার মানুষের উপর গণহত্যা চালিয়েছে। ইসরাইল বিশ্ব মানবতার শত্রু। আন্তর্জাতিক আদালতে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার হতে হবে। সেই সাথে যারা তার এই গণ হত্যাকে সমর্থন করে সহযোগিতা করতেছে তাদেরও বিচারের সম্মুখীন করতে হবে।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, অধ্যাপক ফারুখ আহমেদ,সাংগঠনিক সম্পাদক বান্দরবান পার্বত্য জেলা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ডা.চৌধুরী ইউনুস আহমদ সোহান, চেয়ারম্যান আলীকদম উন্নয়ন ফোরাম। জনাব আবু সুফিয়ান সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন আলীকদম।
আবু মনোয়ার সভাপতি চৈক্ষ্যং ইউনিয়ন। মুরাদুল ইসলাম সভাপতি নয়াপাড়া ইউনিয়ন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদমের স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত মিছিলে সভাপতিত্ব করেন মোঃ মাহমুদুল হক, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম সদর ইউনিয়ন।