জাবেদ শেখ,
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের রাজগঞ্জ-আড়িগাঁও বেড়িবাঁধের নির্মাণ কাজ শেষ হয়েছে, যা এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। এই বেড়িবাঁধের পাশ ঘেঁষে নির্মিত রাস্তাটি ৪টি ইউনিয়নের লোকজনের নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দেবে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, শরীয়তপুরের রাজগঞ্জ-আড়িগাঁও সড়কটি ২০১৭ সালে কীর্তিনাশা নদীর ভাঙনের কবলে পড়ে। দীর্ঘ পাঁচ বছর ধরে এখানে ৫০০ মিটার সড়ক নদীতে বিলীন হয়ে যায়, ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় যানবাহনের চলাচল। এর পাশাপাশি, ২৫টি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে যাওয়ার হুমকিতে ছিল। এই ভঙ্গুর পরিস্থিতির কারণে স্থানীয় জনগণের বসবাস এবং চলাচলে বিঘ্ন ঘটছিল।
এ অবস্থায়, পানিসম্পদ মন্ত্রণালয় নড়িয়া থেকে মাদারীপুরের রাজারচর পর্যন্ত নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেয়। ২০২১ সালে ৩১৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়, যা শরীয়তপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরপাতানিধি এলাকার ৫০০ মিটার অংশকে অন্তর্ভুক্ত করে। কাজটি করছে আমীর ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান, যাদেরকে গত বছরের মার্চে কার্যাদেশ দেওয়া হয়।
এখন পর্যন্ত, আরো ১০০ মিটার এলাকা নদীতে ধসে পড়ার কারণে সেখানে গভীর খাদের সৃষ্টি হয়েছে। এই ভাঙন ঠেকাতে স্থানীয় পাউবো’র শ্রমিকেরা দ্রুত ব্যবস্থা নিচ্ছেন এবং ব্লক ফেলছেন, যাতে নদীর ভাঙন রোধ করা যায়। বর্তমানে এই কাজটি প্রায় শেষ।
স্থানীয় জনগণ এই উদ্যোগে আশাবাদী, কারণ এটি তাদের নিরাপত্তা এবং ভবিষ্যৎ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাউবো’র উপ-সহকারী প্রকৌশলি মোহাম্মদ মকিম হোসাইন বলেন, এই প্যাকেজটার মাধ্যমে আমরা একটি সুন্দর রাস্তা ডেভেলপ করেছি। এখন এই রাস্তা দিয়ে ৪টি ইউনিয়নের লোকজন নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এটি স্থানীয় জনগণের জন্য একটি আশার আলো, কারণ তারা এখন নিরাপদে এবং নিশ্চিন্তে চলাচল করতে পারবে।