পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চন্দনপাট ইউনিয়ন পরিষদে ৩ হাজার ৮০ টি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হবে

চন্দনপাট ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে কার্ড প্রতি বিনামূল্যে সরকারিভাবে ১০ কেজি পরিমাণ ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।
শনিবারবার (১৫ মার্চ ) সকালে চন্দনপাট ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এসব চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, চন্দনপাট ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের মধ্যে ৩’হাজার ৮০টি অসহায়। চাল বরাদ্দের পরিমাণ ৩০ দশমিক ৮ মেট্রিক টন। ও হতদরিদ্রদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এসব বিতরণকালে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের জন্য
প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস এর উপহার ভিজিএফের চাল বিতরন চলছে। একদিনে ৯টি ওয়ার্ডে দেওয়া হচ্ছে। সকল ওয়ার্ডে এই চাউল বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মনজুর মোরশেদ তালুকদার, ট্যাগ অফিসার হাফিজুর রহমান,শামসুল হক। ইউপি সদস্য নওয়াব আলী,রফিকুল ইসলাম,ওয়ারেছ মিয়া ও ওয়ার্ড মহিলা সদস্য সহ ,অত্র ইউপি সচিব,হিসাব সহকারী ও গ্রাম পুলিশগণ এবং উপকার ভোগীরা।