Staff Reporter Abdus Salam Molla
ফরিদপুরে ওচরভদ্রাসনে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবসপালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে ফরিদপুরে স্থানীয় এসডিসি মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ’র নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।

অধ্যাপক এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসউদা হোসেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, এফডিএ’র উপদেষ্টা আজহারুল ইসলাম, একেকে’র নির্বাহী পরিচালক এম এ জলিল, পিডাব্লিউ ও এর নির্বাহী পরিচালক হাফিজুর রহমান, রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, ব্লাস্টের জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ।
বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ’র আয়োজনে এবং এএলআরডি, ঢাকার সহযোগিতায় সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রধানরা ও সাংবাদিকসহ গ্রামীণ নারীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর উদ্যোগে আন্তর্জাতিক জাতীয় নারী দিবস শনিবার পালিত হয়। এ উপলক্ষে চরভদ্রাসন উপজেলা মিনি অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।
বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবী চাঁদনী আক্তার, লক্ষ্মী রানী, মেজবাহউদ্দিন,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, চরভদ্রাসন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনার আবাসিক মেডিকেল অফিসার আর এমও দেবাশীষ পাকুরিয়া। উপজেলা সহকারি কমিশনার নিশাত ফারাবি। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।