Sunamganj Correspondent:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র নিলাদ্রীর কাছ থেকে পরান আখঞ্জি (৩৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে বিদেশি মদের বড় একটি চালানসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে টেকেরঘাট হিল রিসোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
পরান তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের বাসিন্দা আমাল আখঞ্জির ছেলে। শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাহিরপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) মো. নাজমুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের এক কর্মকর্তা জানান, টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের একটি টহল দল বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং বিদেশি মদের চালান জব্দ করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরান স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীক পর্যটন এলাকায় মোটরসাইকেল ও হাউসবোটে ঘুরতে আসা কিছু বিপথগামী পর্যটক ও স্থানীয় মাদকসেবীদের কাছে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা বিক্রি করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পতিত কোয়ারি ‘নিলাদ্রী’, বারেকটিলা, শিমুলবাগান, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওরসহ পুরো অঞ্চলজুড়ে এক দশকেরও বেশি সময় ধরে একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক গড়ে উঠেছে।
মাদক ব্যবসায়ীরা মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে সহজেই এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তাহিরপুর উপজেলার টেকেরঘাট, লাকমা, বড়ছড়া, রজনীলাইন, বারেকটিলা, লালঘাট, চারাগাঁও, জঙ্গলবাড়ি, লাউরগড়সহ অন্তত শতাধিক গ্রামে কয়েক শতাধিক ব্যক্তি মাদক কারবারে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। এদের অনেকেই পরিবারসহ এই চক্রে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
সীমান্তঘেঁষা হওয়ায় এবং পর্যটনকে আড়াল হিসেবে ব্যবহার করার সুযোগ থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সত্ত্বেও এই চক্রের মূল উৎসমূল অদৃশ্যই থেকে যাচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।