শাহরিয়ার কবির, পাইকগাছা (খুলনা):
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ মোড়ল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার সকালে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজসংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গদাইপুর নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি ১৫০ সিসির (FZ) মোটরসাইকেল (খুলনা-হ ১৪-০৯৪২) ও বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে এবং তিনজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফিরোজ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পথেই তিনি মারা যান।
নিহত ফিরোজ পাইকগাছা উপজেলার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আহতরা হলেন মোটরসাইকেল চালক আরাফাত (২৭), চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজীর ছেলে এবং বাইসাইকেল চালক প্রসেনজিৎ বিশ্বাস (২৫), হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে। আহত দু’জনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, “তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। একজনকে খুলনায় রেফার করা হয়েছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়।”