Pavipravi Representative:
আলোচিত শহীদ সালাহউদ্দিন হত্যা মামলার বাদী ও ধর্মপরায়ণ, পর্দানশীন নারী শহীদ সালাহউদ্দিনের মায়ের কথোপকথনের ভিডিও গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আইন বিভাগের শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মী মো. আবু জুবায়ের।
গত ৪-ই মে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. আবু জুবায়ের বলেন, “আমার মা একজন পর্দাশীল, ধর্মপরায়ণ ও সাহসী নারী। যিনি আলোচিত শহীদ সালাহউদ্দিন হত্যা মামলার বাদী। গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, স্থানীয় একটি আওয়ামী কুচক্রী মহল রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তাঁর কথোপকথনের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা চরমভাবে লঙ্ঘিত হয়েছে, পর্দা ভঙ্গ হয়েছে এবং তাঁর জীবনের নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়েছে। পাশাপাশি এ ঘটনায় তাঁর মানহানিও ঘটেছে।”
তিনি আরও বলেন, এটি একজন নারীর ধর্মীয় অধিকার, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত স্বাধীনতার জঘন্য লঙ্ঘন। এই কর্মকাণ্ড মানবাধিকার, নৈতিকতা এবং প্রচলিত আইনের পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. আবু জুবায়ের ঘটনার সঙ্গে জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।
উল্লেখ্য, শহীদ সালাহউদ্দিন হত্যা মামলাটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচিত এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।
Abu Hasnat Tuhin