স্টাফ রিপোর্টার, পাবনা
এম এস রহমান:
বেকারত্বের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ—শখের মোটরসাইকেল নিয়ে রাইড শেয়ারিং চালু করলেন পাবনার বেড়া উপজেলার কয়েকজন তরুণ। সোমবার (২৬ মে) দুপুরে কাশিনাথপুর মোড়, কাজিরহাট ফেরিঘাট মোড় ও নাজিরগঞ্জ মোড়ে একযোগে এই সেবার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা মাহদী হাসান। সঞ্চালনায় ছিলেন আরিফ মাহমুদ ও রবিউল আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর শরীফুল আলম শরীফ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসাসের প্রস্তাবিত কমিটির সভাপতি তারেক আহমেদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এ খালেক.
বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। বেকার যুবসমাজ কর্মহীন সময় পার করতে গিয়ে অনেক সময় মাদক বা অপরাধে জড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে রাইড শেয়ারিং সেবা চালুর মতো উদ্যোগ প্রশংসনীয়। তারা এ উদ্যোগে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং এলাকাবাসীর সহমর্মিতা কামনা করেন।
অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী প্রামাণিক, যুবদলের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, আব্দুস সামাদ ফকির, জাসাসের সদস্য সচিব এস এম মাহবুব হোসেন Others.
উদ্যোক্তা মাহদী হাসান Said,
“আমরা কয়েকজন বন্ধু মিলে এ উদ্যোগ নিয়েছি যেন এলাকার যুবসমাজ কর্মমুখী হয়। অফিসগামী মানুষ, শিক্ষার্থী কিংবা জরুরি প্রয়োজনে রাইড শেয়ারিং হতে পারে সময় সাশ্রয়ী ও নিরাপদ মাধ্যম।”
তিনি আরও জানান, প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেবা চালু থাকবে। কাশিনাথপুর–কাজিরহাট–নাজিরগঞ্জ রুটে রাইডাররা নিয়মিত চলাচল করবেন। আগামী কোরবানির ঈদের পর একটি মোবাইল অ্যাপ চালু করা হবে, যা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।