Utfal Barua
বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী যুব সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ’-এর ঢাকা অঞ্চলের ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ মে) রাজধানীর সবুজবাগস্থ একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা অঞ্চলের সহসভাপতি ববি বড়ুয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। বিশেষ অতিথি ছিলেন জাপানের ASDCL-এর পরিচালক Mr. Ken Arai। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের প্রবীণ সদস্য দুলাল কান্তি বড়ুয়া।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সৌমেন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সজীব বড়ুয়া সাজু। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাপস সিংহ এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুমন বড়ুয়া। মোট ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ঢাকা অঞ্চলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।
অনুষ্ঠানে জাতীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকার বিভিন্ন অঞ্চলের সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজ ছিল অন্যতম আকর্ষণ।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সার্বিক সহযোগিতায় অভিষেক ও শপথ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সংগঠনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।