শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলায় পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চাঁন মিয়ার মোড় বেল্লাকোট্টা এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে।
আহত রাফি অশ্বদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মো. আজাদের ছেলে এবং কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত পল্লী চিকিৎসক মো. শাহীন (৬০) একই এলাকার সুজাত উল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেলে ফুটবল খেলায় দুর্ঘটনাবশত এক কিশোর আহত হলে তাকে চিকিৎসার জন্য শাহীনের কাছে নেওয়া হয়। তবে চিকিৎসা না দিতে চাওয়ায় কিশোরদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাফির সঙ্গে শাহীনের হাতাহাতি হলে শাহীন পাশের চায়ের দোকানে থাকা ছুরি দিয়ে রাফির গলার নিচে আঘাত করেন।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রাফিকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মো. শাহরিয়ার জানান, “ছুরিকাঘাতটি গলার ভেতর প্রায় তিন ইঞ্চি গভীর, ধমনি কেটে গেছে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।