Staff Correspondent:
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও মাথায় পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের সামনেই সংঘটিত এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা আজ শুক্রবার (১১ জুলাই) রাতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেন।
বিক্ষোভ মিছিলটি রাত ৯টা ৪৫ মিনিটে বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ভবনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এছাড়া শিক্ষার্থীরা প্রতীকী সড়ক অবরোধ ও দ্রুত বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছেন।
এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও সচেতন মহল।