মৌলভীবাজার প্রতিনিধি:
শ্রীমঙ্গল পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। এতে রাজস্ব আয়ের পরিমাণ ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা এবং উন্নয়ন খাতে রাখা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন মঙ্গলবার (১৫ জুলাই) মহসিন অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন।
বাজেটের বিশ্লেষণে দেখা যায়,সংস্থাপনে বরাদ্দ রয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, যা পৌরসভার দৈনন্দিন কাজকর্ম পরিচালনায় মূল ভিত্তি হিসেবে কাজ করবে। স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে রাখা হয়েছে ২ কোটি ১২ লাখ টাকা,যা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পানির যোগান নিশ্চিত করার জন্য বরাদ্দ ২ কোটি ৯২ লাখ টাকা,যা পানীয় জলের মান উন্নয়নের জন্য প্রয়োজনীয়।
ডেঙ্গু ও করোনা মোকাবিলা,নালা-নর্দমার পরিচ্ছন্নতায় বরাদ্দ আছে ১ কোটি ৯৭ লাখ টাকা। শিক্ষার জন্য বরাদ্দ মাত্র ২০ লাখ টাকা, যা নগর উন্নয়নের তুলনায় কমই মনে হচ্ছে। সড়ক বাতি, ত্রাণ ও নারী উন্নয়নের জন্য বরাদ্দ রয়েছে যথাক্রমে ১০ লাখ, ২০ লাখ ও ৩ লাখ ৫০ হাজার টাকা। যানজট নিরসনে বরাদ্দ মাত্র ১৪ লাখ টাকা, যা শহরের চলাচলের সুবিধায় সীমাবদ্ধ বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা এই বাজেটকে পর্যটন নগরীর উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক হিসেবে দেখলেও,শিক্ষাক্ষেত্র ও সামাজিক সেবার জন্য আরও বেশি বরাদ্দের দাবি তুলেছেন। তাছাড়া কেউ নতুন কোনো কর আরোপ না করার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, “এই বাজেট শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। আমরা চাই, শ্রীমঙ্গল হবে পরিচ্ছন্ন ও সুস্থ নগরী।”
অতএব,শ্রীমঙ্গলের এই বাজেট যদিও শহরের বিভিন্ন সেবায় মনোযোগী,তবে কিছু খাতে বরাদ্দ বৃদ্ধি এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পৌরসভার উন্নয়ন আরও গতিশীল হওয়া সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।