স্টাফ রিপোর্টার: আব্দুস সালাম মোল্লা:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রাণ ভোমরা ভুবনেশ্বর নদ রক্ষায় বিশাল পরিসরে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে দিনব্যাপী অংশ নেয় ১,৩০০-এর বেশি স্বেচ্ছাসেবী।
নদীটিকে পরিষ্কার ও পুনরুদ্ধারের লক্ষ্যে ৩২টি টিমে ভাগ হয়ে প্রতিটি দলে ৫০ থেকে ৬০ জন করে ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবক অংশ নেয়। কাজের সময় কেউ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য চারটি মেডিকেল টিম ও চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম সার্বক্ষণিক প্রস্তুত ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমানের নির্দেশনায় দায়িত্বে ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ পাকুরিয়া। এছাড়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগত স্বেচ্ছাসেবকদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে নদীর পাড়। তারা বলেন, “আমাদের নদীকে আমরা নিজেরাই রক্ষা করব।”
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নদী রক্ষার এ কর্মযজ্ঞে স্থানীয়দের অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, এক সময়কার প্রমত্তা ভুবনেশ্বর নদ পলি পড়ে ও কচুরিপানায় ভরে গিয়ে বর্তমানে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। বাজারের ময়লা ও দখলদারদের দাপটে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সেচ, মৎস্য ও নৌ চলাচলের ওপর বড় প্রভাব পড়েছিল, জনস্বাস্থ্যের ঝুঁকিও বাড়ে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান বলেন,
“দীর্ঘদিন পর ভুবনেশ্বর নদ তার জীবন ফিরে পাচ্ছে। এর স্রোতধারা চালু হলে এ এলাকার কৃষি, মৎস্য ও মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আসবে। এই নদী রক্ষা আমাদের সবার দায়িত্ব।”
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন,
“নদীটি দীর্ঘদিন কচুরিপানা ও ময়লায় মৃতপ্রায় ছিল। এলাকার তরুণদের আবেদনে আমরা উদ্যোগ নেই। নদী রক্ষায় সবাইকে দায়িত্ববান হতে হবে।”