বেনাপোল:
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশি ২০টি পাসপোর্ট নিয়ে আসার অভিযোগে এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে বেনাপোল বন্দরের নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল কার্গো ভেহিকেল টার্মিনাল গেট এলাকায় তাকে আটক করা হয়।
আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তিনি ভারত থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে এসে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেন। গোপন সংবাদের ভিত্তিতে তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে আনসার সদস্যরা ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেন।
পাসপোর্টে সার্বিয়ার ভিসা
উদ্ধার করা প্রতিটি পাসপোর্টেই সার্বিয়ার ভিসা সংযুক্ত রয়েছে এবং সবগুলো ভিসার তারিখ একই — ২৪ জুন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই ভিসাগুলো ব্যবহার করে পাসপোর্টধারীরা ইউরোপীয় দেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।
কারা এই পাসপোর্টধারী?
উদ্ধার হওয়া পাসপোর্টধারীরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা, যেমন: চাঁদপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনী ও নরসিংদী। নামের তালিকায় রয়েছে মোজাম্মেল হোসেন, ইমরান হোসেন, অপূর্ব মিয়া, ফয়সাল আহম্মেদ, ইসহাক, হুমায়ুন কবিরসহ আরও অনেকে।
নিরাপত্তা বাহিনীর বক্তব্য
আনসার কমান্ডার হেলালউজ্জামান Said,
“গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওই ট্রাকচালকের গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। পরে সন্দেহজনক আচরণ দেখে ব্যাগ তল্লাশি করে ২০টি পাসপোর্ট উদ্ধার করি। প্রত্যেকটিতে সার্বিয়ার ভিসা ছিল। ট্রাকচালককে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তদন্ত চলছে
পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য, মানবপাচার চক্রের সদস্য, নাকি বৈধভাবে ভিসা নিয়েছেন — তা তদন্ত করছে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ঘটনা জানাজানি হলে রাতেই বন্দরে ভিড় করেন সংশ্লিষ্ট বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।