কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আকিব মিয়া (৫) ও তানভির মিয়া (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া তার মামার বাড়ি মির্জাকান্দা গ্রামে বেড়াতে আসে। সেখানে স্থানীয় কবির হোসেনের ছেলে তানভির মিয়ার সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে একপর্যায়ে দুই শিশু পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন শিশুদের অনেক খোঁজাখুঁজির পর পুকুরে নেমে তল্লাশি চালায়। একপর্যায়ে পানির নিচে পায়ে লেগে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব বিশ্বাস শিশু দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শাল্লা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহগুলো দেখে এবং ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।