Mujahidul Islam, JB Correspondent:
বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞান অনুষদ আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ম্যাগাজিন ও পাঠাগার সম্পাদক সজিবুর রহমান.
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি কাজী আরিফ, এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম.
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ, ক্রেস্ট ও বই পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
আয়োজকরা জানান, বদর দিবসের ঐতিহাসিক গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।