Sylhet Bureau:
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরীতে ৭টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে সিলেট জেলা প্রশাসন। বুধবার (২১ মে) জেলা প্রশাসকের স্থানীয় সরকার শাখার উপপরিচালক (উপসচিব) সুবর্ণা সরকার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই অনুমোদন প্রদান করা হয়। অনুমোদনপত্রে হাট পরিচালনার জন্য মোট ১৮টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
এর আগে, গত ৮ মে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ১২টি স্থানে অস্থায়ী হাট বসানোর অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৭টি স্থানকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয় এবং বাকি ৫টি স্থান বাতিল করা হয়।
অনুমোদিত হাটের তালিকা:
১. দক্ষিণ সুরমা ট্রাক টার্মিনাল সংলগ্ন খালি জায়গা
২. মিরাপাড়া, আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালি জায়গা
৩. তেমুখী (টুকের বাজার) পয়েন্ট সংলগ্ন খালি জায়গা
৪. মাছিমপুর, কয়েদির মাঠের পাশে খালি জায়গা
৫. মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা
৬. টিলাগড় পয়েন্ট সংলগ্ন আম্বরখানা রোডের খালি জায়গা
৭. শাহপরান (রহ.) বাজার সংলগ্ন খালি জায়গা
বাতিল হওয়া প্রস্তাবিত হাটসমূহ:
১. ঝালোপাড়া মসজিদ সংলগ্ন খালি জায়গা
২. আখালিয়া মদিনা মার্কেট নবাবী মসজিদ সংলগ্ন খালি জায়গা
৩. কাজিরবাজার ব্রিজের নিচ, পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন বরইকান্দি
৪. পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন খালি জায়গা
৫. সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ, তেতলী
হাট পরিচালনার ১৮টি প্রধান শর্তের মধ্যে উল্লেখযোগ্য:
- নির্ধারিত সীমানার মধ্যে হাট পরিচালনা
- অনুমোদিত হারে টোল আদায় এবং পাকা রসিদ প্রদান
- টোল চার্ট দৃশ্যমান স্থানে টানানো
- হাটের ভেতরে ও আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত
- স্বাস্থ্যবিধি মেনে চলা ও জীবাণুনাশক ব্যবহার
- পৃথক প্রবেশ ও বাহির পথের ব্যবস্থা
- আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা
- সিটি কর্পোরেশনের মাধ্যমে মোবাইল মেডিকেল টিম স্থাপন
- চামড়ার জন্য লবণ বিক্রয়ের ব্যবস্থা
- খাবার পানি, পয়ঃনিষ্কাশন ও জাল টাকা শনাক্তকরণ ব্যবস্থা
- রাস্তার উপর পশু লোড/আনলোড নিষিদ্ধ
সিলেট সিটি কর্পোরেশনকে এই শর্তগুলোর আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন আশা করছে, এসব শর্ত মেনে হাট পরিচালিত হলে নগরবাসী নির্বিঘ্নে ও স্বাস্থ্যসম্মতভাবে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারবেন।