Satyajit Das (Moulvibazar Correspondent):
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেছেন,“২৬-২৮ বছর বয়সে নতুন দল গঠনের রাজনীতি করা কতটা যৌক্তিক? এ বয়সে তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার কথা,অথচ তারা দল বানিয়ে কমিটি দিচ্ছে! জনগণ কি এদের ভোট দেবে?”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,“আমি যখন রাজনীতিতে আসি, তখন আমার বয়স ছিল ৪০। আর এখন ২৬ বছরের তরুণরাও দলের নেতা হচ্ছে, যা বিশ্বের কোথাও দেখা যায় না। রাজনীতি অভিজ্ঞতার বিষয়, এটা হাতের মোয়া নয়।”
সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুল আলম কোরেশী মান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য **এডভোকেট সুনীল কুমার দাশ, মো. ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু প্রমুখ।
তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে সম্মেলন ছিল উৎসবমুখর। সম্মেলন উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বদরুল আলম,আর সঞ্চালনা করেন মারুফ আহমেদ।
২৬ বছরের তরুণদের নেতৃত্ব গ্রহণ কতটা বাস্তবসম্মত?—এম নাসের রহমানের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।